Sunday, May 4, 2014

কায়েম

লেখা- এপ্রিল, ২০০৫
===============

দেশভক্তি আর ধর্মপ্রেম আছে সবার মনে
কোরানের কথা হয়তো মোদের সকল জনেই জানে।

দেশের জন্য জিহাদ কর, জাতির জন্য দাও প্রান
কোটিকে বাঁচাতে হবেনা আফসোস দিতে একটা প্রান।

দেশের উপর গড়ে ওঠা কালো দেয়ালটা ভাঙ্গি
কোথা থেকে উৎপত্তি এই নতুন শব্দ জঙ্গি?

বাংলা ভাই আর শায়খ রহমান, করছে দেশটা খান খান
ধর্মের নামে বধছে তারা নির্দোষ কোটি মানুষের প্রান।

বলছে তারা "জিহাদ করছি নেই মরণের ভয়",
কে বলেছে জাতিকে মেরে কোনদিন জিহাদ হয় ?

বোমার বারুদে বিক্ষত করে দিচ্ছে দেশটা জালেম,
কেমন করে করছে তারা শান্তি ইসলাম কায়েম?

2 comments: