লেখা- ফেব্রুয়ারি, ২০০৬
=================
হয়তোবা একদিন যাবো চলে
থাকবো না মা আর তোর কোলে।
হয়তোবা কোনদিন আসছিনা ফিরে
দিব না আর কোন কষ্ট তোরে।
একি মা! তোর চোখে জল?
দুঃখ কি তোর? মা আমায় বল
বলিস কি মা! কষ্ট পাবি?
তুইও আমার সাথে যাবি?
কেন রে মা? আমি কুলাঙ্গার
করেছি মিথ্যে বড়াই অহংকার
করিনি পূরণ তোর চাওয়া ছোট আশা
দেইনি মূল্য, তোর দেওয়া ভালবাসা।
তবে কেন কষ্ট তোর? আজতো খুশির দিন
জানি পারবোনা কোনদিন শুধিতে তোর ঋণ
হতে চাই না আর পাপী, দিব না কষ্ট তোরে
দেখা হবে হয়তো ওপাড়, আমার মরণের পরে
আমার কীসের অভিমান? করেছি তোকে অপমান
তুই তো আর দিবি না সাজা, তাই দিবো আত্মপ্রান।
মা আমায় ক্ষমা কর, আমায় দে মুক্তি
বিধাতার তরে চাই সাহস, চাই মরণের শক্তি।
=================
হয়তোবা একদিন যাবো চলে
থাকবো না মা আর তোর কোলে।
হয়তোবা কোনদিন আসছিনা ফিরে
দিব না আর কোন কষ্ট তোরে।
একি মা! তোর চোখে জল?
দুঃখ কি তোর? মা আমায় বল
বলিস কি মা! কষ্ট পাবি?
তুইও আমার সাথে যাবি?
কেন রে মা? আমি কুলাঙ্গার
করেছি মিথ্যে বড়াই অহংকার
করিনি পূরণ তোর চাওয়া ছোট আশা
দেইনি মূল্য, তোর দেওয়া ভালবাসা।
তবে কেন কষ্ট তোর? আজতো খুশির দিন
জানি পারবোনা কোনদিন শুধিতে তোর ঋণ
হতে চাই না আর পাপী, দিব না কষ্ট তোরে
দেখা হবে হয়তো ওপাড়, আমার মরণের পরে
আমার কীসের অভিমান? করেছি তোকে অপমান
তুই তো আর দিবি না সাজা, তাই দিবো আত্মপ্রান।
মা আমায় ক্ষমা কর, আমায় দে মুক্তি
বিধাতার তরে চাই সাহস, চাই মরণের শক্তি।
No comments:
Post a Comment