Sunday, May 4, 2014

স্বাধীনতা



মার্চ, ২০০১
========

মুক্তিযুদ্ধ করে পেলাম আমরা স্বাধীনতা
তারপরে স্বাধীন নই এটা কেমন কথা!

তিরিশ লক্ষ প্রাণের বদলে এই বাংলাদেশ
স্বাধীন দেশে বাস করি তাই হই-হুল্লোড় বেশ।

স্বাধীন দেশে রাতের বেলা ঘুমাই অনেক জবর
সকালবেলা পত্রিকাতে দেখি তাজা খবর,
পুরান ঢাকায় পাওয়া গেল উনিশ টুকরা লাশ
দিনে দিনে হচ্ছে মানুষের নিরাপত্তা হ্রাস।

বোমার আঘাতে হয়ে গেল কতো মানুষ শেষ,
দেশটা এখন হয়ে গেছে সন্ত্রাসীদের দেশ।

রক্তমাখা মাটির উপর পড়ে আছে শুকনো পাতা
কোন দেশেতে আছি আমরা, এ কেমন স্বাধীনতা?

No comments:

Post a Comment