Tuesday, May 6, 2014

আহত

লেখা- ডিসেম্বর, ২০০৬
================

এই পৃথিবী, এই আঁধার, সুপ্ত মাটি
গোলক ধাঁধার জীবন বৃত্ত
ঘূর্ণিবাত আর কষ্টে ঘেরা মায়ায়
কোথাও হারিয়েছ তুমি।

আমাকে কেন দেখলেনা?
নিতান্ত প্রয়োজনে আমার,
আমি একা, আহত ভাগ্য
কোথাও হারিয়েছ তুমি।

তুমি দিয়েছ কম, নিয়েছ বেশি
অবাধ অগমনে আমার মাঝে
দেখতে পাওনি অভাব এখানে
কোথাও হারিয়েছ তুমি।

জীবনের ভালোবাসায় বিসর্জন তুমি
তুমি দাওনি বিন্দু  নিয়েছ সাগর
ক্ষত আজও মুছেনি বিমর্ষ ত্বকে
কোথাও হারিয়েছ তুমি।

তুমি সত্য নও, মরিচিকা তুমি
তুমি স্বপ্ন নও, বাস্তবতা তুমি,
ভাগ্য নও, আহত ভাগ্য তুমি
কোথাও হারিয়েছ তুমি।

No comments:

Post a Comment