লেখা- জুন, ২০০৩
=============
আমরা তা পাইনি তোমরা যা দিয়েছ
করছিনা দোষারোপ, ভূল আমাদের হয়তো
সবাই দিয়েছে অনেক, অনেকে দিয়েছে সব
তবে কেন পরাধীন আমি?
তবে কি ছিল প্রতারণা, নিজ রক্ত বিসর্জন?
তবে কি পারনি তোমরা?
নিজের সাথে প্রতারণা, দিয়েছে বিশ্বাস বিসর্জন।
তবে কি সবই প্রতারণা? আমার এই অধীনতা?
হওনি তুমি আমার স্বাধীনতা,
হয়েছ তুমি নির্বাক প্রতারণা।
=============
আমরা তা পাইনি তোমরা যা দিয়েছ
করছিনা দোষারোপ, ভূল আমাদের হয়তো
সবাই দিয়েছে অনেক, অনেকে দিয়েছে সব
তবে কেন পরাধীন আমি?
তবে কি ছিল প্রতারণা, নিজ রক্ত বিসর্জন?
তবে কি পারনি তোমরা?
নিজের সাথে প্রতারণা, দিয়েছে বিশ্বাস বিসর্জন।
তবে কি সবই প্রতারণা? আমার এই অধীনতা?
হওনি তুমি আমার স্বাধীনতা,
হয়েছ তুমি নির্বাক প্রতারণা।
No comments:
Post a Comment