Tuesday, May 6, 2014

আহত

লেখা- ডিসেম্বর, ২০০৬
================

এই পৃথিবী, এই আঁধার, সুপ্ত মাটি
গোলক ধাঁধার জীবন বৃত্ত
ঘূর্ণিবাত আর কষ্টে ঘেরা মায়ায়
কোথাও হারিয়েছ তুমি।

আমাকে কেন দেখলেনা?
নিতান্ত প্রয়োজনে আমার,
আমি একা, আহত ভাগ্য
কোথাও হারিয়েছ তুমি।

তুমি দিয়েছ কম, নিয়েছ বেশি
অবাধ অগমনে আমার মাঝে
দেখতে পাওনি অভাব এখানে
কোথাও হারিয়েছ তুমি।

জীবনের ভালোবাসায় বিসর্জন তুমি
তুমি দাওনি বিন্দু  নিয়েছ সাগর
ক্ষত আজও মুছেনি বিমর্ষ ত্বকে
কোথাও হারিয়েছ তুমি।

তুমি সত্য নও, মরিচিকা তুমি
তুমি স্বপ্ন নও, বাস্তবতা তুমি,
ভাগ্য নও, আহত ভাগ্য তুমি
কোথাও হারিয়েছ তুমি।

অনুশোচনা

লেখা- ফেব্রুয়ারি, ২০০৬
=================

হয়তোবা একদিন যাবো চলে
থাকবো না মা আর তোর কোলে।

হয়তোবা কোনদিন আসছিনা ফিরে
দিব না আর কোন কষ্ট তোরে।

একি মা! তোর চোখে জল?
দুঃখ কি তোর? মা আমায় বল

বলিস কি মা! কষ্ট পাবি?
তুইও আমার সাথে যাবি?

কেন রে মা? আমি কুলাঙ্গার
করেছি মিথ্যে বড়াই অহংকার

করিনি পূরণ তোর চাওয়া ছোট আশা
দেইনি মূল্য, তোর দেওয়া ভালবাসা।

তবে কেন কষ্ট তোর? আজতো খুশির দিন
জানি পারবোনা কোনদিন শুধিতে তোর ঋণ

হতে চাই না আর পাপী, দিব না কষ্ট তোরে
দেখা হবে হয়তো ওপাড়, আমার মরণের পরে

আমার কীসের অভিমান? করেছি তোকে অপমান
তুই তো আর দিবি না সাজা, তাই দিবো আত্মপ্রান।

মা আমায় ক্ষমা কর, আমায় দে মুক্তি
বিধাতার তরে চাই সাহস, চাই মরণের শক্তি।

Sunday, May 4, 2014

কায়েম

লেখা- এপ্রিল, ২০০৫
===============

দেশভক্তি আর ধর্মপ্রেম আছে সবার মনে
কোরানের কথা হয়তো মোদের সকল জনেই জানে।

দেশের জন্য জিহাদ কর, জাতির জন্য দাও প্রান
কোটিকে বাঁচাতে হবেনা আফসোস দিতে একটা প্রান।

দেশের উপর গড়ে ওঠা কালো দেয়ালটা ভাঙ্গি
কোথা থেকে উৎপত্তি এই নতুন শব্দ জঙ্গি?

বাংলা ভাই আর শায়খ রহমান, করছে দেশটা খান খান
ধর্মের নামে বধছে তারা নির্দোষ কোটি মানুষের প্রান।

বলছে তারা "জিহাদ করছি নেই মরণের ভয়",
কে বলেছে জাতিকে মেরে কোনদিন জিহাদ হয় ?

বোমার বারুদে বিক্ষত করে দিচ্ছে দেশটা জালেম,
কেমন করে করছে তারা শান্তি ইসলাম কায়েম?

স্বাধীনতা



মার্চ, ২০০১
========

মুক্তিযুদ্ধ করে পেলাম আমরা স্বাধীনতা
তারপরে স্বাধীন নই এটা কেমন কথা!

তিরিশ লক্ষ প্রাণের বদলে এই বাংলাদেশ
স্বাধীন দেশে বাস করি তাই হই-হুল্লোড় বেশ।

স্বাধীন দেশে রাতের বেলা ঘুমাই অনেক জবর
সকালবেলা পত্রিকাতে দেখি তাজা খবর,
পুরান ঢাকায় পাওয়া গেল উনিশ টুকরা লাশ
দিনে দিনে হচ্ছে মানুষের নিরাপত্তা হ্রাস।

বোমার আঘাতে হয়ে গেল কতো মানুষ শেষ,
দেশটা এখন হয়ে গেছে সন্ত্রাসীদের দেশ।

রক্তমাখা মাটির উপর পড়ে আছে শুকনো পাতা
কোন দেশেতে আছি আমরা, এ কেমন স্বাধীনতা?

প্রতারণা

লেখা- জুন, ২০০৩
=============

আমরা তা পাইনি তোমরা যা দিয়েছ
করছিনা দোষারোপ, ভূল আমাদের হয়তো

সবাই দিয়েছে অনেক, অনেকে দিয়েছে সব
তবে কেন পরাধীন আমি?

তবে কি ছিল প্রতারণা, নিজ রক্ত বিসর্জন?
তবে কি পারনি তোমরা?
নিজের সাথে প্রতারণা, দিয়েছে বিশ্বাস বিসর্জন।

তবে কি সবই প্রতারণা? আমার এই অধীনতা?
হওনি তুমি আমার স্বাধীনতা,
হয়েছ তুমি নির্বাক প্রতারণা।