অক্টোবর, ২০১৫
============
মানুষ এক চমৎকার যন্ত্র। এর দেহে কিছু অদৃশ্য সুইচ আর দেহের অনাবিষ্কৃত অঙ্গে একটি অবাস্তব ব্যাটারি বিদ্যমান। সাথে আবার কোন ইউজার ম্যানুয়ালও দেয়া হয় না। সঠিক সময়ে সঠিক সুইচ অন করা ছেলের হাতের মোয়া নয়। আর যদি ভুল সুইচে একবার চাপ পড়ে যায় তবে তা এক গুরুচন্ডাল দোষ। ভুল করে যদি এই ভুল দুবার হয় নির্ঘাত দেখা মিলবে দুমুখো সর্পের।
============
মানুষ এক চমৎকার যন্ত্র। এর দেহে কিছু অদৃশ্য সুইচ আর দেহের অনাবিষ্কৃত অঙ্গে একটি অবাস্তব ব্যাটারি বিদ্যমান। সাথে আবার কোন ইউজার ম্যানুয়ালও দেয়া হয় না। সঠিক সময়ে সঠিক সুইচ অন করা ছেলের হাতের মোয়া নয়। আর যদি ভুল সুইচে একবার চাপ পড়ে যায় তবে তা এক গুরুচন্ডাল দোষ। ভুল করে যদি এই ভুল দুবার হয় নির্ঘাত দেখা মিলবে দুমুখো সর্পের।
No comments:
Post a Comment