Wednesday, October 21, 2015

চন্দ্রবিন্দু

অক্টোবর, ২০১৫
============

হাওয়ার ঝাপটা ধুলি ঝড়ে অবশ ক্লান্ত শরীর
ঢেকে গেছে মস্তিস্ক পাটে তোমার আবছা ছবি

হয়তো শেষে বলবে তুমি খুঁজে দেখনি আমায়
আমি তখন বলতেই পারি অন্ধ ছিলাম আমি

সুত্র গুলো উল্টো করে ভুল অঙ্ক কষি
তাই এখন চাঁদের ভেতর চন্দ্রবিন্দু খুঁজি

No comments:

Post a Comment