Friday, November 6, 2015

ক্লাসলেস

নভেম্বর, ২০১৫
============

কেউ দেখি না খেয়ে বড়লোক হয়ে যায় আবার কেউ ভরপেট খেয়ে ছোটলোক। এতো ক্লাস পার হয়েও এখন আবার পড়ে থাকতে হয় ক্লাসলেস এর ক্লাসে। অসভ্যতার উৎপত্তি যেখানে অতি ভক্তি। মুখোশের মাঝে নানা রং। রঙচটা অনেক ছাপ।

No comments:

Post a Comment