Wednesday, November 25, 2015

পঙ্গু

নভেম্বর, ২০১৫
============

অনিশ্চয় জীবনের ভীতিকর সমীকরণ
উত্তম স্বীকার আসন্ন ধ্রুবক মরন
লাভ নেই দুষে অগোছালো হস্তরেখার
হস্ত বিনা পঙ্গু তুমি দুর্ভাগ্য তোমার

Wednesday, November 18, 2015

লবণাক্ত অশ্রু

নভেম্বর, ২০১৫
============

বলপয়েন্টে ক্ষতবিক্ষত চিরকুট
স্পর্শকাতর কাগজে দোয়াতের রক্ত
শেষ লাইনের অস্পষ্টতা
হয়তো ফ্যাকাশে অশ্রুর

Friday, November 6, 2015

ক্লাসলেস

নভেম্বর, ২০১৫
============

কেউ দেখি না খেয়ে বড়লোক হয়ে যায় আবার কেউ ভরপেট খেয়ে ছোটলোক। এতো ক্লাস পার হয়েও এখন আবার পড়ে থাকতে হয় ক্লাসলেস এর ক্লাসে। অসভ্যতার উৎপত্তি যেখানে অতি ভক্তি। মুখোশের মাঝে নানা রং। রঙচটা অনেক ছাপ।

Saturday, October 31, 2015

মানুষ

অক্টোবর, ২০১৫
============

মানুষ এক চমৎকার যন্ত্র। এর দেহে কিছু অদৃশ্য সুইচ আর দেহের অনাবিষ্কৃত অঙ্গে একটি অবাস্তব ব্যাটারি বিদ্যমান। সাথে আবার কোন ইউজার ম্যানুয়ালও দেয়া হয় না। সঠিক সময়ে সঠিক সুইচ অন করা ছেলের হাতের মোয়া নয়। আর যদি ভুল সুইচে একবার চাপ পড়ে যায় তবে তা এক গুরুচন্ডাল দোষ। ভুল করে যদি এই ভুল দুবার হয় নির্ঘাত দেখা মিলবে দুমুখো সর্পের।

Wednesday, October 21, 2015

চন্দ্রবিন্দু

অক্টোবর, ২০১৫
============

হাওয়ার ঝাপটা ধুলি ঝড়ে অবশ ক্লান্ত শরীর
ঢেকে গেছে মস্তিস্ক পাটে তোমার আবছা ছবি

হয়তো শেষে বলবে তুমি খুঁজে দেখনি আমায়
আমি তখন বলতেই পারি অন্ধ ছিলাম আমি

সুত্র গুলো উল্টো করে ভুল অঙ্ক কষি
তাই এখন চাঁদের ভেতর চন্দ্রবিন্দু খুঁজি

Thursday, September 3, 2015

স্বর্গস্বপ্ন

সেপ্টেম্বর, ২০১৫
============

মিশ্র অনুভূতি, তিক্ত ব্যর্থতা, অপূর্ণ প্রত্যাশা আর অচেনা চেহারার ভিড়েই অজানা এক শহরে অন্ধকারের রাস্তায় অসমাপ্ত কবিতার ভুলে যাওয়া লাইনগুলো গুনগুন করে আর খুঁজে বেড়ায় কোন অদেখা স্বর্গ।

স্বর্গের সুখ যদি নাই জোটে কপালে, তব কেন ভাবি সারাদিন স্বর্গস্বপ্ন নিজের অজান্তেই। ছেলেবেলার কোন বইয়ের পাতায় বিখ্যাত কোন কবি লিখেছিলেন "কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদুর"। কেন লিখেছিলেন জানি না, তবুও মনে পড়ে তার লেখা লাইনটা। দূর থেকে দূরে সরে যায় সেই স্বর্গ তবুও দেখি স্বর্গস্বপ্ন আমি।

Saturday, June 27, 2015

I don't belong here

June, 2015
========

Nothing to achieve, nothing to lose. So, what's the point of being here? Earth is not for me. I would rather go to somewhere else.

Huh.... I'm sad everyday. But today I don't have the energy to hide it. I wish I can find the meaning of life.

I am in competition with no one. I have no desire to play the game of being better than anyone. I am simply trying to be better than the person I was yesterday.  I don't have an attitude! .... Just a personality that you can't handle

I may not be an enterprise job holder like you, I don't got a higher degree like you either. Even I don't have a hot girlfriend like you (not even any). But the fact is, I am living my own life. I am not living life for my boss's, senior's or girlfriend's direction. I have no tight schedule to follow to get extra one minute for myself. I only owe myself. Unlike you I am the rule maker of my own, not the follower of others. I can do whatever I wish to and can go wherever I want to. You know what? I am not in a competition with you, I don't need that routine life of yours. I have everything that you don't. If you want competition, try to be like me. I bet you won't be able to handle this independence, you don't know how to live your own life fella. I am Raqib & I am awesome sometimes.