বেঁচে থাকাটা কিন্তু দুই ভাবে হতে পারে। প্রথম, সিদ্ধ সাধারণ জীবন। জীবনে অনেক চাওয়া আবার অনেক না পাওয়ার হিসেব। অনেকেই বলে "যা চাই তা পাই না, যা পাই তা ভুল করে চাই"। এখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মাঝে একটা অসামঞ্জস্যতা আছে। ইচ্ছে আর শখের প্রাচুর্য এখানে, কিন্তু সময়, সামর্থ্য আর সাহসের অভাবে এর সিংহভাগটাই অপূর্ণ থেকে যায়। অনেকগুলা আবার অপূর্ণ থেকে যায় নানারাকম সাতপাঁচ ভেবে। সাহস করে কিছু পেতে গেলে আবার হারিয়ে যায় অনেক কিছু। মনটাই তখন মনে মনে বলে "ইচ্ছা থাকিলেই উপায় হয়না রে"। এই বেঁচে থাকার মৃত্যুটা আবার অনেক মশলাদার। মৃত্যু এখানে অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত, আতঙ্কের আর ভয়ের। সেই মৃত্যুশয্যায় একই ডিমান্ড সাপ্লাই সমস্যা। শেষ মুহূর্তে মনে রাখা লাগে সৃষ্টিকর্তাকে কি কি অভিযোগ করবো "হে প্রভু আমি চেয়েছিলাম, তুমি তো দিলে না"। দোষ অন্যের কাঁধে চাপানোর সর্বশেষ প্রয়াস। ইচ্ছের তৃষ্ণা নিয়ে একসময় বিদায় নেয় প্রান ভোমরা।
দ্বিতীয়, এটাও সাধারণ জীবন। পার্থক্যটা শুধু, এখানে ডিমান্ড আর সাপ্লাই এর ব্যাপারটা নেই। মিশন এখানে "শখের তোলা ষোল আনা"। যতক্ষণ বা যতটুকু সম্ভব নিজের কোন ইচ্ছা এখানে অপূর্ণ থাকবে না। এখানে মন বলে "জীবন তো একটাই, তাও আবার এতো সংক্ষিপ্ত। সাতপাঁচ ভেবে সময় নষ্ট করে লাভ নেই"। এখানে ইচ্ছে বাস্তবায়ন হবে, বিনিময়ে হারিয়ে যাবে অনেক কিছু। অভিযোগের কোন অবাকাশ এখানে নেই। একটা সময় পর হয়তো সব আশা, চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়। হারিয়েও যায় অনেক অনেক কিছু। জীবনের গল্পের বইটা তখন কিছু সাদা পৃষ্ঠা রেখেই লেখার দাড়ি টানে। মৃত্যু এখানে সর্বদা সাদরে আমন্ত্রিত। কিন্তু তার আসতে দেরি করাটা কষ্টের। যখন কিছু পাওয়ার বা হারানোর থাকে না তখন প্রতিটা সকাল খুব বিষাক্ত লাগে। মনে হয় "আবার কেন ঘুম থেকে উঠলাম, আর কি করবো? আর বেঁচে থেকে তো লাভ নেই"। অস্বস্তিকর কাউন্টডাউন একসময় শেষ হয়। আসে তৃপ্তির এক দীর্ঘ শেষ নিঃশ্বাস।
এখানে কোন বেঁচে থাকাটা যুক্তিযুক্ত তা এখন অনিশ্চিত, অনেক কিছুই প্রশ্নবিদ্ধ দুটোতেই। বেছে নেওয়া একান্তই নিজের।
দ্বিতীয়, এটাও সাধারণ জীবন। পার্থক্যটা শুধু, এখানে ডিমান্ড আর সাপ্লাই এর ব্যাপারটা নেই। মিশন এখানে "শখের তোলা ষোল আনা"। যতক্ষণ বা যতটুকু সম্ভব নিজের কোন ইচ্ছা এখানে অপূর্ণ থাকবে না। এখানে মন বলে "জীবন তো একটাই, তাও আবার এতো সংক্ষিপ্ত। সাতপাঁচ ভেবে সময় নষ্ট করে লাভ নেই"। এখানে ইচ্ছে বাস্তবায়ন হবে, বিনিময়ে হারিয়ে যাবে অনেক কিছু। অভিযোগের কোন অবাকাশ এখানে নেই। একটা সময় পর হয়তো সব আশা, চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়। হারিয়েও যায় অনেক অনেক কিছু। জীবনের গল্পের বইটা তখন কিছু সাদা পৃষ্ঠা রেখেই লেখার দাড়ি টানে। মৃত্যু এখানে সর্বদা সাদরে আমন্ত্রিত। কিন্তু তার আসতে দেরি করাটা কষ্টের। যখন কিছু পাওয়ার বা হারানোর থাকে না তখন প্রতিটা সকাল খুব বিষাক্ত লাগে। মনে হয় "আবার কেন ঘুম থেকে উঠলাম, আর কি করবো? আর বেঁচে থেকে তো লাভ নেই"। অস্বস্তিকর কাউন্টডাউন একসময় শেষ হয়। আসে তৃপ্তির এক দীর্ঘ শেষ নিঃশ্বাস।
এখানে কোন বেঁচে থাকাটা যুক্তিযুক্ত তা এখন অনিশ্চিত, অনেক কিছুই প্রশ্নবিদ্ধ দুটোতেই। বেছে নেওয়া একান্তই নিজের।
No comments:
Post a Comment