Wednesday, November 25, 2015

পঙ্গু

নভেম্বর, ২০১৫
============

অনিশ্চয় জীবনের ভীতিকর সমীকরণ
উত্তম স্বীকার আসন্ন ধ্রুবক মরন
লাভ নেই দুষে অগোছালো হস্তরেখার
হস্ত বিনা পঙ্গু তুমি দুর্ভাগ্য তোমার

Wednesday, November 18, 2015

লবণাক্ত অশ্রু

নভেম্বর, ২০১৫
============

বলপয়েন্টে ক্ষতবিক্ষত চিরকুট
স্পর্শকাতর কাগজে দোয়াতের রক্ত
শেষ লাইনের অস্পষ্টতা
হয়তো ফ্যাকাশে অশ্রুর

Friday, November 6, 2015

ক্লাসলেস

নভেম্বর, ২০১৫
============

কেউ দেখি না খেয়ে বড়লোক হয়ে যায় আবার কেউ ভরপেট খেয়ে ছোটলোক। এতো ক্লাস পার হয়েও এখন আবার পড়ে থাকতে হয় ক্লাসলেস এর ক্লাসে। অসভ্যতার উৎপত্তি যেখানে অতি ভক্তি। মুখোশের মাঝে নানা রং। রঙচটা অনেক ছাপ।