Friday, December 12, 2014

ফোন নাম্বার

ডিসেম্বর, ২০১৪
============

একটা সময় ছিলো যখন একটা নির্দিষ্ট ফোন নাম্বার সবসময়ই কল লিস্টের প্রথমেই থাকতো। নাম্বারটা খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে যাওয়ার প্রয়োজন ছিলো না। সেই একই নাম্বার একটা সময় চলে যায় Yesterday তে। তারপর চলে যায় আরো পেছনের তারিখে। এভাবে একটা সময় আর ডায়াল, রিসিভ বা মিসড কল লিস্টেও নাম্বারটা থাকে না। নাম্বার টা কন্টাক্ট বা ফোন বুকে ঘুমিয়ে থাকে।

হঠাৎ হঠাৎ নাম্বারটা তে কল দিতে ইচ্ছে করে। যে নাম্বারটা অচেতন অবস্থায়ও কখনও ভুল হতো না সেই নাম্বারের শেষের বা মাঝের এক-দুইটা সংখ্যা মনেই পড়ছে না। আজব!!

খুঁজে বের করে কল দিবো-কি দিবো না, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে "না থাক" এটা বলে আর কল দেওয়া হয় না। তারপর একটা সময় আসে যখন হঠাৎ আর কল দিতেও ইচ্ছে করেনা। স্মৃতি তে ধুলো জমে, ঝাপসা হয়ে যায় সব অতীত। তারও অনেক পরে একটা সময় আসে যখন দেখা যায় সেই নাম্বারটা খুঁজেই পাওয়া যায় না, হয়তো নতুন হ্যান্ডসেটে এই নাম্বারটি আর কপি করে নেয়াই হয় নি।

কোন এক সন্ধ্যায় হঠাৎ মন খারাপ হয়ে যায়, হয়তোবা সেদিন একটু একটু বৃষ্টি পড়ে, একঘেয়েমি ঝিরি ঝিরি বৃষ্টি। বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে, একটা হাহাকার জেগে উঠে। নাম্বারটা যে মানুষটার তার ছবি মনে ভেসে উঠে। আচ্ছা, মানুষটা এখন কোথায় আছে? কেমন আছে? হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত, চোখ মেললেই যাকে দেখা যেত, সে এখন যোজন যোজন দূরে। তার চেহারাও ভালো করে মনে পড়ে না আজ। অনেক চেষ্টা করে তার আবছা ঘোলা একটা চেহারা মস্তিষ্কে  দাড় করাই।

জীবনের ঘাত প্রতিঘাতে বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারিনা। তবুও শত অধিকারের অভিমান বুকে চেপে আমরা বেঁচে থাকি। এভাবেই একদিন সব লেনদেন শেষ করে হারিয়ে যাই বিষন্ন মেঘমালার ভীড়ে ভালো থাকুক হারিয়ে যাওয়া প্রিয় মানুষটা।

No comments:

Post a Comment