সেপ্টেম্বর, ২০১৫
============
মিশ্র অনুভূতি, তিক্ত ব্যর্থতা, অপূর্ণ প্রত্যাশা আর অচেনা চেহারার ভিড়েই অজানা এক শহরে অন্ধকারের রাস্তায় অসমাপ্ত কবিতার ভুলে যাওয়া লাইনগুলো গুনগুন করে আর খুঁজে বেড়ায় কোন অদেখা স্বর্গ।
স্বর্গের সুখ যদি নাই জোটে কপালে, তব কেন ভাবি সারাদিন স্বর্গস্বপ্ন নিজের অজান্তেই। ছেলেবেলার কোন বইয়ের পাতায় বিখ্যাত কোন কবি লিখেছিলেন "কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদুর"। কেন লিখেছিলেন জানি না, তবুও মনে পড়ে তার লেখা লাইনটা। দূর থেকে দূরে সরে যায় সেই স্বর্গ তবুও দেখি স্বর্গস্বপ্ন আমি।
============
মিশ্র অনুভূতি, তিক্ত ব্যর্থতা, অপূর্ণ প্রত্যাশা আর অচেনা চেহারার ভিড়েই অজানা এক শহরে অন্ধকারের রাস্তায় অসমাপ্ত কবিতার ভুলে যাওয়া লাইনগুলো গুনগুন করে আর খুঁজে বেড়ায় কোন অদেখা স্বর্গ।
স্বর্গের সুখ যদি নাই জোটে কপালে, তব কেন ভাবি সারাদিন স্বর্গস্বপ্ন নিজের অজান্তেই। ছেলেবেলার কোন বইয়ের পাতায় বিখ্যাত কোন কবি লিখেছিলেন "কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদুর"। কেন লিখেছিলেন জানি না, তবুও মনে পড়ে তার লেখা লাইনটা। দূর থেকে দূরে সরে যায় সেই স্বর্গ তবুও দেখি স্বর্গস্বপ্ন আমি।